কথায় আছে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। খাঁচায় বন্দি থাকার চেয়ে পাখিরা বনেই বেশি স্বাচ্ছন্দে থাকে, সুখে থাকে। ছবিতে একটি ঘুঘু পাখি ফটোশেসন দেয়ার জন্য চমৎকার জায়গা বেছে নিয়েছে। চারপাশে উজ্জল লাল বটফলের মাঝে তাকে খুব সুন্দর লাগছে । ছবিটি ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া থেকে তোলা। ছবি : পিবিএ