বাগেরহাটে “স্বপ্নচারী” বইয়ের মোড়ক উন্মোচন

বাগেরহাট জেলা প্রশাসনের বিশেষ উদ্ভাবনী উদ্যোগ “স্বপ্নচারী” বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়
বাগেরহাট জেলা প্রশাসনের বিশেষ উদ্ভাবনী উদ্যোগ “স্বপ্নচারী” বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়

পিবিএ,বাগেরহাট: বাগেরহাট জেলা প্রশাসনের বিশেষ উদ্ভাবনী উদ্যোগ “স্বপ্নচারী” বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। শনিবার বাগেরহাট স্বাধীণতা উদ্যানে তিনি এ বইয়ের মোড়ক উন্মোচন ও বৈশাখি মেলার সমাপনি ঘোষনা করেন।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রমাসক মোঃ জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সাহেব, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু প্রমুখ।

বইয়ের মোড়ক উন্মোচন শেষে সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, মাদক এক ধরণের অসুস্থ্যতা। আমাদের চারপাশে অনেক মাদকাসক্ত লোক রয়েছে। মাদককে শূন্যের কোঠায় নামিয়ে আনতে হলে এটা নিয়ে আমাদের আরও খোলা মেলা আলোচনা করতে হবে। মাদকাসক্তদের সঠিক চিকিৎসার জন্য সকলকে আন্তরিক হতে হবে।

পিবিএ/এসএইচ/আরআই

আরও পড়ুন...