ব্যারিস্টার আমিনুল হক আর নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আমিনুল হক (৭৬) মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

পিবিএ,রাজশাহী: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক (৭৬) ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি—–রাজিউন) । তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, রোববার সকাল ১০টা ৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে আমিনুল হক মারা যান। তিনি দীর্ঘদিন ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা করে এসেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে ব্যারিস্টার আমিনুল হক বিএনপির প্রার্থী হয়েছিলেন। এ ছাড়া বিএনপির আমলের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন তিনি।

পিবিএ/হাতা

আরও পড়ুন...