আখাউড়ায় গাঁজাসহ আটক ২

পিবিএ,আখাউড়া,ব্রাহ্মমবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রোববার ভোররাতে ৪০ কেজি গাঁজাসহ ২ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পৌর শহরের মসজিদ পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের ধন মিয়ার ছেলে আনু মিয়া (৬২) ও আনোয়ারপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুহেল (২৮)।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি)মো. রসুল আহমদ নিজামী সত্যতা নিশ্চিত করে বলেন ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মসজিদ পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই ব্যক্তি বাইসাইকেল ও মাথায় করে কয়েকটি বস্তা নিয়ে যাওয়ার সময় তাদেরকে গতিরোধ করা হয়। পরে বস্তায় তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাজা উদ্ধার করা হয়। তিনি বলেন মাদকের বিরোদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে তা নির্মূল করা হবে।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...