পিবিএ,সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলার আবজালাবাদ নতুনবাজার এলাকায় শীলং তীর খেলার সময় মোঃ জায়েদ আহমদ(২৮)নামে এক জুয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সে জেলার ছাতক উপজেলার শিবনগর গ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে।
জানান জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম জানান,রোববার দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই কাজল চন্দ্র দেব ও এ এস আই মণিরের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা নতুনবাজারস্থ দোকানেন সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে আসে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ডিবির অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।