মেধাবীদের বৃত্তি দেবে রাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন

পিবিএ,রাবি: বিভাগের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এরই মধ্যে বৃত্তি প্রদানের উদ্দেশ্যে ৫০ লক্ষ টাকার একটি চেক অনুদান করা হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম রব্বানী মন্ডল এ তথ্য জানান।
গোলাম রব্বানী মন্ডল জানান, পহেলা বৈশাখে অ্যালামনাই অ্যাসোসিয়েশনে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সেখানে মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী মো. মাহবুবুল আলম রাজা বিভাগের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্দেশ্যে ৫০ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। বর্তমানে তিনি ‘এ এন্ড এ ট্রাউজারস লিমিটেড’ এর ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। চেক প্রদানের ওই দিনই বৃত্তি ফান্ডের নীতিমালা প্রণয়নের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় সংবাদ সম্মেলনে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান খোকন, আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

পবিএ/এএইচ/হক

আরও পড়ুন...