সাবেক এমপি এসএম আকরামের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

এসএম আকরাম: ফাইল ছবি

পিবিএ,ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা এবং নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এসএম আকরামের বিরুদ্ধে উত্তরার একটি খালি প্লটের কেয়ারটেকারকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত কেয়ারটেকার মোতালেব হোসেনের পরিবারের অভিযোগ, সাবেক এমপি এসএম আকরাম উত্তরার ৩ নং সেক্টরের রবীন্দ্র স্বরণী সড়কের ৪১ নং খালী প্লটটি দখল করার উদ্দেশে দীর্ঘদিন যাবত উক্ত প্লটের কেয়ারটেকারকে প্লট খালি করে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। কিন্তু প্লট মালিকের কেয়ারটেকার মোতালেব তার হুমকি মত চলে না গিয়ে থানায় জিডি করার কারণে রোববার (২১এপ্রিল) সকাল ৮টায় তাকে অপহরণ করা হয়।

মোতালেব হোসেনের বড় ভাই হাবিবুর রহমান পিবিএ’কে জানান, রোববার সকাল আটটায় এসএম আকরামের লোকজন তার ছোট ভাই মোতালেব হোসেনকে দায়িত্ব পালনরত অবস্থায় একটি হায়েচ গাড়ীতে তুলে নিয়ে যায়। তিনি নিজে এ ঘটনা প্রত্যক্ষ করেছেন।

উত্তরার ৩ নং সেক্টরের রবীন্দ্র স্বরণী সড়কের সেই প্লট

মোতালেবের স্ত্রী জাহেদা জানান, বিগত ২৩ বছর যাবত উক্ত প্লটের বরাদ্দ গ্রহিতার কেয়ারটেকার হিসাবে ওই প্লটে ঘর বানিয়ে বসবাসরত অবস্থায় চাকুরি করে আসছিলেন মোতালেব। ১৫ কোটি টাকা মূল্যের প্লটটি দখলের উদ্দেশ্য এসএম আকরাম তাকে প্লট ছেড়ে চলে যেতে হুমকি ও ভয় দেখিয়ে আসছিলেন। এতে নিরাপত্তাহীনতাবোধ করে গত ৫/৩/১৯ তারিখে উত্তরা পশ্চিম থানায় জিডি করেন মোতালেব।জিডি নং ৩০৪।

এ ব্যাপারে রবিবার রাত ৮টা ১২ মিনিটের সময় এসএম আকরামের নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় যোগাযোগ করলে জানা যায়, উপ-পরিদর্শক মশিউর রহমান ঘটনার তদন্ত করছেন।

মশিউর রহমান জানান, তদন্তের জন্য তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে বিস্তারিত জানা যায়নি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...