শাহজালালে টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

পিবিএ,ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে চারটি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। একেকটি বারের ওজন ছিল ১ কেজি করে।
রোববার দিনগত রাত ১টায় বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী পিবিএকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

এ ঘটনায় চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করতে ঢাকা কাস্টমসের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
পিবিএ/এএইচ

আরও পড়ুন...