এবার সৌদি আরবে নাশকতার চেষ্টা

পিবিএ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি পুলিশী তদন্ত কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীদের চারজন নিহত হয়েছে।
দুবাইভিত্তিক সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রাজধানী রিয়াদের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।

রিয়াদ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে জুলফি এলাকায় ওই পুলিশ স্টেশন অবস্থিত।

এদিকে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের জুলফি এলাকায় অবস্থিত দেশটির তদন্ত বিভাগের মহাপরিচালকের দফতরের প্রধান ফটকে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করে হামলাকারীরা। কিন্তু প্রবেশপথে তল্লাশির মুখে পুলিশের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে তারা। এতে হামলাকারীরা নিহত হয়েছেন।

শ্রীলংকায় ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনার সময়ে ৬টি গির্জায় ও দু’টি অভিজাত হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০৭ জন। অন্তত; পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে বলে জানান কলম্বো ন্যাশনাল হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. আনিল জাসিংগে। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতালে মরদেহের সংখ্যা যেন বেড়েই চলেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করেন তিনি।
পিবিএ/এএইচ

আরও পড়ুন...