পিবিএ,খেলাধুলা : বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে রানে ফিরেছেন আবাহনীর ওপেনার সৌম্য সরকার। তিন নম্বর মাঠের ব্যাটিং স্বর্গে মাত্র ৭৯ বলে ১০৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন তিনি, ১৫টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল সৌম্যর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।
অথচ আবাহনীর হয়ে এর আগের ১১ ম্যাচে মাত্র ১৯৭ রান করেছেন সৌম্য, সর্বোচ্চ ছিল ৪৩। ইনিংসের শুরু থেকেই লিজেন্ডসের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে চড়াও হন তিনি। মাত্র ৩৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। দ্বিতীয় ফিফটি স্পর্শ করতে ৩২ খরচা করেছেন সৌম্য। ৭১ বলের সেঞ্চুরিতে উপস্থিত মাঠে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও প্রধান কোচ স্টিভ রোডসের নজর কাড়েন তিনি।
বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সৌম্যর সাম্প্রতিক ফর্ম নিয়ে চিন্তায় ছিলেন নির্বাচকরা। চাপের মুখে এসে সহজাত ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বড় ম্যাচে রান পাওয়ায় নড়বড়ে আত্মবিশ্বাস আরও পক্ত হবে, বিশ্বাস প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। ‘অবশ্যই। ভালো নক তো সব ব্যাটসম্যানের জন্যই ভালো। রান যদি করতে থাকে, আত্মবিশ্বাস অনেক বেশি থাকে। ওর প্রতিভা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তারপরও ওর সেঞ্চুরিটা ওকে আরও বেশি আত্মবিশ্বাস দেবে,‘ বিকেএসপিতে সাংবাদিকদের বলেছেন মিনহাজুল আবেদিন নান্নু।
একই সাথে সৌম্যকে বাস্তবতা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন নান্নু। বিকেএসপির ব্যাটিং স্বর্গে বড় রান করলেও আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিপক্ষ ও কন্ডিশন বিবেচনায় ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সৌম্যকে। ‘এখানে ব্যাটসম্যানদের জন্য অবশ্যই খুবই সহজ রান করা। যেই উইকেটে খেলছি, উইকেট অনেক ফ্ল্যাট, বাউন্সও সমান। ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং অনুশীলনের জন্য বিকেএসপি উপযোগী, ঘরোয়া ক্রিকেটের জন্য। তবে আন্তর্জাতিক ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন। যখন অনুশীলন শুরু হবে।
‘তখন ওই পরজায়ের কথা চিন্তা করেই কিন্তু প্লেয়ারদের প্রস্তুতি নিতে হবে। আমাদের প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ আছে। অনেক গুলো ওয়ানডে খেলা ক্রিকেটার আছে, টেস্ট খেলা প্লেয়ার আছে। টি-টুয়েন্টি খেলা প্লেয়ার আছে। এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ভালো করবে।‘
পিবিএ/এমএস