টোল আদায় হলেও অবহেলায় কাউনিয়া তিস্তা ব্রীজ

kaunia-tista-bridge-PBA

পিবিএ,রংপুর: রংপুর জেলার কাউনিয়া উপজেলাইয় লালমনিরহাট-রংপুর মহাসড়কে তিস্তা নদীর উপর অবস্থিত ব্রীজটি। এর কাজ শুরু হয় ২০০৬ সালে এবং সমাপ্ত হয় ২০১২ সালের জুন মাসে। প্রধানমন্ত্রী কর্তৃক ২০ সেপ্টেম্বর ২০১২ সালে ব্রীজটি উদ্বোধন করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য ৭৫০ মিটার এবং প্রস্থ ১২.১ মিটার। ব্রীজের স্প্যান সংখ্যা ১৫টি এবং পিলার সংখ্যা ১৬টি। ব্রীজটি নির্মাণে মোট ব্যয় হয়েছিলো ১২২.০৯ কোটি টাকা।

গত ৫ মাস ধরে ব্রিজের উপরে বসানো বৈদ্যুতিক খুঁটির একসারিতে লাইট বন্ধ থাকলেও নেই কোন সংস্কার। কিন্তু বন্ধ নেই টোল আদায়ের কার্যক্রম। লাইটের আলোর অভাবে প্রতিদিন কোন না কোন দূর্ঘটনা লেগেই থাকে এবং মাদক সেবিরা নিরাপদে মাদক সেবন কার্যক্রম চালান বলে অভিযোগ করেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা নামার সাথে সাথে ব্রিজের একসারিতে লাইট জ্বললেও অন্য সারির লাইট গুলো তেমন জ্বলে না।

এলাকার নাজমুল ইসলাম পিবিএকে জানান, ব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় প্রতিদিন কোন না কোন দূর্ঘটনা লেগেই থাকে। অনেক দর্শনার্থীরা সন্ধ্যায় এখানে বেড়াতে আসে একটু বিনোদন পেতে। কিন্তু মাঝে মধ্যে ছিনতাইয়ের কবলে পড়তে হয় তাদের। অথচো দেখা যায় ঝড় বৃষ্টি, তুফানেও তাদের টোল আদায় বন্ধ থাকে নি। আমরা জোড় দাবি জানাই, ব্রিজের লাইট গুলো সংস্কার করার সাথে প্রশাসনের নজর দারি বাড়ানোর।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক পিবিএকে জানান, আগামী ২৪ তারিখে সওজের সাথে মিটিং আছে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে সমাধানের ব্যবস্থা করবো। দ্রুত ব্রিজের লাইট সংস্কার ও প্রশাসনের নজরদারি বাড়ানোর জোড় দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পিবিএ/এফএস

আরও পড়ুন...