নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ
ইয়াবা ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিটু (৩৩)

পিবিএ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিটু (৩৩), উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইমান আলী চৌকিদার বাড়ির মৃত ইসমাইলের পুত্র।

এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭০০টাকা, ব্যবহৃত দু’টি মােবাইল সেট, একটি ডিসকভার মােটরসাইকেল উদ্ধার করে পুলিশ। কোম্পানীগঞ্জ থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ককোম্পানীগঞ্জ থানার এসআই সুমন বড়ুয়া ও এএসআই মো.আজিম উদ্দিন রবিবার রাত ১টা ৩০মিনিট উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের একাডেমী বাজার থেকে তাকে ইয়াবা বিক্রির জন্য অপেক্ষারতঃ অবস্থায় গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) স্বারণির ১০(ক)৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পিবিএ/আরইউ/আরআই

আরও পড়ুন...