ফেনসিডিলসহ রাবির দুই কর্মচারী আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসার আগ মুহূর্তে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পিবিএ,রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চতুর্থ শ্রেণীর দুই কর্মচারীকে চার বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেছে শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থীরা। সোমবার বিকেলে হলের পেছন থেকে ধরার পরে পুলিশে সোপর্দ করেন তারা।

আটককৃতরা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের প্রহরী শফিকুল ইসলাম ও নগরীর মোহনপুর উত্তরপাড়ার মৃত বেরাদল ইসলামের ছেলে। অপরজন হলেন বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার সাবেক কর্মচারি বাদল মিয়া। তিনি চন্ডীপুর থানা মেহেরচন্ডী পূর্ব পাড়ার মৃত ইসলাম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোহা হলের দক্ষিণ-পূর্ব কোণে বধ্যভূমির রাস্তার পাশে কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে হলের আবাসিক শিক্ষার্থীরা ওই যুবকদের অনুসরণ করে। এক পর্যায়ে মাদক কেনাবেচার বিষয়টি নিশ্চিত হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। দুইজনকে আটক করা গেলেও একজন পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, জোহা হলের পাশ থেকে চার বোতল ফেনসিডিলসহ শহীদুল্লাহ কলাভবনের প্রহরীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শহীদুল্লাহ কলাভবনের ওই প্রহরী দীর্ঘদিন থেকে ফেনসিডিলের ব্যবসা করত বলে জানতে পেরেছি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, ফেনসিডিল ব্যবসায়ী রাবির দু’জন কর্মচারিকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...