ঢাবির টিএসসিতে নারী উত্যক্তকারীকে নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

পিবিএ,ঢাকা: সোমবার বিকেলে ঢাবি ক্যাম্পাসের টিএসসিতে ইভটিজিং এর শিকার হন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাফিয়া সাদেকা মম ও ফারিয়া রহমান মৌ। ঘটনা সূত্রে জানা যায়, ইভটিজার তাজুল ইসলাম (৪৭) তিনি চট্টগ্রামের বাঁশখালী এলাকার বাহারচর ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান। আবার বড়মা কলেজে জীববিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করছেন। এছাড়া তিনি ইউনিয়ন যুবলীগ এর সভাপতি।

ইভটিজিং শিকার দুই শিক্ষার্থীর সাথে কথোপকথনে জানা যায় যে, তারা (মম ও মৌ) দুইজন-সহ নাঈমুল ইসলাম নামের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আরেক শিক্ষার্থী মিলে টিএসসি তে আড্ডা দিচ্ছিলেন। পাশে অদূরেই ওই ব্যক্তি (তাজুল ইসলাম) ফোনে কথা বলার ভান করে নানান অশ্লীল অঙ্গি-ভঙ্গি করছিলেন। এমতাবস্থায় মম ও মৌ এর বন্ধু নাঈমুল ইসলাম বিষয়টি টিএসসি তে দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে জানায়। এ সময়ে তাকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দেয়া হয়।

 সোমবার বিকেলে ঢাবি ক্যাম্পাসের টিএসসিতে ইভটিজিং এর শিকার হন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাফিয়া সাদেকা মম ও ফারিয়া রহমান মৌ
উত্যক্তকারি তাজুল ইসলাম (৪৭)

এ নিয়ে অভিযুক্ত তাজুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি কিছুই করেন নি তারা আমাকে অহেতুক মারধর করে। এরপর সেখানে উপস্থিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টেরিয়াল টিম। তারা বিষয়টি শিক্ষার্থীদের সাথে নিয়ে মীমাংসা করার চেষ্টা করেন। উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানায় যে, বহিরাগতরা প্রায়ই ক্যাম্পাসে এসে নানান ঝামেলা সৃষ্টি করে। এতে আমাদের ক্যাম্পাসের ভাবমূর্তি নষ্ট হয়।

উত্যক্তকারি তাজুল ইসলাম (৪৭)

এমন সময় উপস্থিত হন ইভটিজার তাজুল ইসলাম এর এলাকার পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজউদ্দিন সুমন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ-সভাপতি ও সার্জেন্ট জহুরুল হক হল সাবেক সভাপতি ছিলেন। ছাত্রলীগ নেতার উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তিকে রেখেই বাকি তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেয়ার ব্যপারে শাহবাগ থানার এএসআই সাইফুল পিবিএকে বলেন আমরা বিষয়টি তদন্ত করছি।

উত্যক্তকারি তাজুল ইসলাম (৪৭)

এ বিষয়ে ঢাবি প্রক্টর টিমের দায়িত্বরত সুদর্শন হালদার বিষয়টি অস্বীকার করেন পিবিএকে বলেন, তারা বহিরাগত ইভটিজার তাজুল ইসলাম ও ভিকটিম সকলকেই পুলিশের হাতে সোপর্দ করেন।

উত্যক্তকারি তাজুল ইসলাম (৪৭)

এ নিয়ে থানায় প্রথমে কোন লিখিত অভিযোগ নিতে অস্বীকার করলেও পরবর্তীতে ঢাবি ডিবেটিং সোসাইটি’র সাবেক সভাপতি আবদুল্লাহ মুন্সী-সহ ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীদের চাপের মুখে লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজউদ্দিন সুমনকে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি।

 

পিবিএ/ওএএ/আরআই

আরও পড়ুন...