ভারতে নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহন চলছে আজ। লোকসভা নির্বাচনে পশ্বিমবঙ্গের দক্ষিন দিনাজপুর জেলায় তৃতীয় ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পিবিএ, হিলি, দিনাজপুর: ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহন চলছে। লোকসভা নির্বাচনে পশ্বিমবঙ্গের দক্ষিন দিনাজপুর জেলায় তৃতীয় ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পানামা পোর্ট অভ্যান্তরে পন্য লোর্ড অনলোর্ড সহ কাষ্টমসের সকল কার্যক্রম রয়েছে স্বাভাবিক ।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন পিবিএকে জানায়, মঙ্গলবার ভারতের পশ্চিম বঙ্গের হিলি সহ দক্ষিন দিনাজপুর জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে আজ সেখানে সাধারন ছুটি থাকায়,বন্দর দিয়ে কোন পণ্য আমদানি-রপ্তানি করতে পারবে না বলে একটি চিঠিতে জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। তবে আগামীকাল বুধবার সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন অফিসার ইন-চার্জ (ওসি) মো: ফিরোজ কবির জানান, ভারতের নির্বাচনের কারনে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও,পাসপোর্ট যাত্রী পারাপারের ক্ষেত্রে কোন বাধা নেই। তবে অন্যান্য দিনের তুলনাই যাত্রী পারাপার একটু কম।প্রতিদিনের মতই দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পরাপার রয়েছে স্বাভাবিক।

পিবিএ/এস/আরআই

আরও পড়ুন...