শ্রীলঙ্কা বিস্ফোরণ: গোয়েন্দা ব্যর্থতার সমালোচনা তীব্র হয়ে উঠছে

বিষ্ফোরণের পর সতর্ক পুলিশ

পিবিএ ডেস্ক: ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত শ্রীলঙ্কা। পুলিস, প্রশাসন ও গোয়েন্দাদের নজর এড়িয়ে কীভাবে একের পর এক বিস্ফোরণ ঘটানো সম্ভব হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। হামলার তদন্তে নেমেছে পুলিস। হামলার আগাম কোনও আভাস না পাওয়ার জন্য প্রাথমিকভাবে গোয়েন্দা ব্যর্থতাকেই তুলে ধরা হচ্ছে। ধারাবাহিক বিস্ফোরণের পরেই শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দরের দাবি করেন, হামলার আশঙ্কায় ১০ দিন আগেই দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছিল। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গির্জা, এমনকী কলম্বোয় ভারতীয় হাই কমিশনে আত্মঘাতী হামলার ছক কষা হচ্ছে বলে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে খবর মিলেছিল। এবিষয়ে পুলিসের শীর্ষ কর্তাদের গত ১১ এপ্রিল সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও হামলা রোখা যায়নি।

এই হামলার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা সরকারের দু’জন মন্ত্রীও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন। টেলিকমমন্ত্রী হারিন ফার্নান্দো ট্যুইটে লেখেন, ‘কয়েকজন গোয়েন্দাকর্তার কাছে হামলা হতে পারে বলে খবর ছিল। কিন্তু তারপরও যথাযথ ব্যবস্থা নিতে দেরি হয়। যাঁরা এই সতর্কবার্তা অগ্রাহ্য করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ হারিন ফার্নান্দো আরও জানিয়েছেন, ইস্টারের মধ্যে হামলার সম্ভাবনার কথা জানতেন তাঁর বাবাও। কোনও গির্জায় না যাওয়ার জন্য হারিনকে সতর্কও করেছিলেন তিনি।

সেচ দপ্তরের মন্ত্রী মানো গণেশন জানান, রাজনীতিবিদদের লক্ষ্য করে দু’টি আত্মঘাতী হামলার সম্ভাবনার বিষয়ে তাঁর দপ্তরের নিরাপত্তা আধিকারিকরা সতর্ক করেছিলেন। ইস্টার রবিবারের সকালে বিস্ফোরণের পরেই হামলার পিছনে জঙ্গিযোগের সম্ভাবনার কথা বলেছিলেন শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রীও। কিন্তু এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, বিস্ফোরণের ঘটনার তদন্তে শ্রীলঙ্কা প্রশাসনকে সাহায্য করতে চেয়ে বার্তা পাঠিয়েছে ইন্টারপোল। সংস্থার সেক্রেটারি জেনারেল জার্গেন স্টক এক ট্যুইটে লেখেন, ‘ইন্টারপোল এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শ্রীলঙ্কা সরকারের তরফে যে তদন্ত চালানো হচ্ছে, তাতে সাহায্য করতেও তৈরি ইন্টারপোল।’ বিস্ফোরণে হতদের পরিবারবর্গকে সমবেদনা জানানোর পাশাপাশি তিনি আরও বলেন, কোনও সদস্য রাষ্ট্রের আবেদনের ভিত্তিতে তদন্তে সহায়তার জন্য ইন্সিডেন্ট রেসপন্স টিমও পাঠাতে পারে ইন্টারপোল।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...