আবারো লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হিলি কাষ্টমস

হিলি স্থল বন্দর
পিবিএ,হিলি: দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দর। এই বন্দরে ব্যবসার ব্যাপক সম্ভাবনা থাকলে দিন দিন ব্যবসা-বানিজ্য থেকে পিছেয়ে পড়ছে এই বন্দরটি।
আবারো লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হিলি কাষ্টমস কর্তৃপক্ষ। এনবিআরের বেধে দেওয়া লক্ষ্যমাত্রা প্রথম ৯ মাসে ঘাটতি ৩৪ কোটি ৫৩ লক্ষ টাকা। তবে রাজস্ব কমার কারণ হিসেবে কাষ্টমস কর্তৃপক্ষ ভারতে ফারাক্কা ব্রিজ সংসস্কারের অজুহাত দেখালেও ,ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা।
ব্যবসায়ীদের দাবি,কাষ্টমস কর্তৃপক্ষের অসহযোগিতার ও বন্দরের বৈষম্য কারনেই বন্দরের কমেছে আমদানি-রপ্তানি আর,যে কারনে বার বার রাজ্বস ঘাটতিতে থাকছে হিলি কাষ্টমস।

কাষ্টমস সূত্রে জানা যায়,গত ৯ মাসে ২শ ৮ কোটি ৭৮ লক্ষ টাকা নির্ধারন করা হলেও আদায় হয়েছে ১শ ৭৪ কোটি ২৪ লক্ষ টাকা,যাতে ঘাটতি পরিমান দাড়িয়েছে ৩৪ কোটি ৫৩ লক্ষ টাকা।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...