মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

পিবিএ,মাগুরা: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ মঙ্গলবার থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার স্বপন কুমার কুন্ডু, ডাক্তার জয়ন্তু কুমার কুন্ডু, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।
সভায় জানানো হয়, এ উপলক্ষে পুষ্টি মেলা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, গৃিহনী ও কৃষকদের নিয়ে পুষ্টি বিষয়ক সেমিনারসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ শেষ হবে।

আরও পড়ুন...