কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

পিবিএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী রোডে গলাকাটা এলাকা থেকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মো. রাজন মিয়া (২৮) নামে এক যুবককে আটক করে র‌্যাব। আটকৃত মাাদক ব্যবসায়ী মো. রাজন মিয়া কিশোরগঞ্জ সদরের মনিপুরঘাট এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
মাদক ব্যবসায়ী মো. রাজন মিয়া (২৮)

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মো. রাজন মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী মো. রাজন মিয়াকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে র‌্যাব সূত্র জানায়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি জসিম উদ্দিন বলেন, মাদক নির্মূলে ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রাজন মিয়াকে আটক করা হয়েছে।

পিবিএ/টিএ/আরআই

আরও পড়ুন...