মালয়েশিয়ায় মাহমুদুর রহমানের বইয়ের মোড়ক উন্মোচন

মালেয়শিয়ায় নিজের বইয়ের প্রকাশনা উৎসবে বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান

পিবিএ,মালয়েশিয়া: বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং খ্যাতিমান কলাম লেখক সদ্য প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে মালয়েশিয়ায়। উল্লেখ, দীর্ঘদিন কারাভোগের পর চিকিৎসার জন্য বর্তমানে মালেয়শিয়ায় বসবাস করছেন আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান। ২০১৩ সালের ৫ মে হেফাযতে ইসলামের মহাসমাবেশ লাইভ সম্প্রচার করার কারণে বন্ধ করে দেয়া হয় দৈনিক আমারদেশ পত্রিকাসহ দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভি।

প্রকাশনা উৎসবে উপস্থিত অতিথিবৃন্দ

সোমবার বিকেলে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে মাহমুদুর রহমানের লেখা ‘দি হিষ্টোরি অফ মুসলিম বেঙ্গল, অ্যান আনফিনিষ্ট ব্যাটল অফ ফেইথ’-বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বইটির মোড়ক উম্মোচন করেন মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ড. ইসারিজ।

মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির হিষ্টোরি অ্যান্ড সিভিলাইজেশন বিভাগের চেয়ারম্যান ড. হালিমি লেখকের হাতে সম্মাননা তুলে দেন

এ সময় মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির হিষ্টোরি অ্যান্ড সিভিলাইজেশন বিভাগের চেয়ারম্যান ড. হালিমি লেখকের হাতে সম্মাননা তুলে দেন।

চলতি বছরের ১লা জানুয়ারি বৃটিশ প্রকাশনা সংস্থা ক্যাম্ব্রীজ স্কলার্স পাবলিশার্স বইটি প্রকাশ করে।

মাহমুদুর রহমান কারান্তরিন থাকাকালিন মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস বিষয়ের উপর বইটি লেখেন। বইটি আন্তর্জাতিক অনলাইন শপে পাওয়া যাচ্ছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...