পিবিএ,বিনোদন : জনপ্রিয় পপ তারকা মিলা। বিয়ের কিছু দিন পর থেকেই নানান অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি শ্বশুরবাড়ির ‘নির্যাতন’ ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ করেছিলেন এই শিল্পী। সবমিলিয়ে মিলার ফেসবুক পোস্ট ছিল ‘বেদনাময়।’
এসব নিয়ে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন মিলা। সংবাদ সম্মেলনে তিনি খুলে বলবেন তার বিবাহিত জীবনের সব ঘটনা। আজ বিকেলে বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রিতে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলন।
আজ বুধবার মিলা তার ফেসবুক পেজে এমনটাই ঘোষণা দিয়েছেন। পিবিএর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-
‘গত ১৫ বছর মিডিয়াতে অনেক বন্ধু, অভিভাবক, ছোট ভাইবোন পেয়েছি। মিডিয়ার সকলেই আমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে জানাতে পারিনি কিন্তু মিডিয়া পরিবারে আমার সকল বন্ধুদের আজ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের অনুপ্রেরণাতে আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি, আপনাদের অনুপ্রেরণাই আমাকে আমার সংগ্রামে টিকে থাকার সাহস দিয়েছে।’
তিনি আরও লিখেন, ‘আজ বিকেল ৪টায় আমি ও আমার পরিবার নিয়ে মিডিয়া এবং আপনাদের সামনে থাকব। আমার ভাল-খারাপ সকল সময়ের সাক্ষী আপনারাই, তাই এখন একমাত্র আপনাদের সাহায্যই পারবে আমাকে ন্যায্য বিচার দিতে। সবাইকে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
‘শেষ দু’বছর আসলেই আমার সাথে কী হয়েছে, কীসের ভেতর দিয়ে যাচ্ছি আমি- আমার মানসিক অবস্থা কোন পর্যায়ে চলে যাচ্ছে আমি সব খুলে বলবো।’ বললেন মিলা।
উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিলা ইসলাম। বিয়ের পর গানে হয়ে পড়েন অনিয়মিত। জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্দ্ব-বিবাদে। নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে স্বামী সানজারীর বিরুদ্ধে মামলাও করেন তিনি। সবশেষে, সংসার জীবনের ইতি টানেন পপ গানের এই শিল্পী।
পিবিএ/এমএস