কিশোরগঞ্জে ভিজিডির অনিয়ম ধরায় কর্মকর্তাকে পিটানোর হুমকি

পিবিএ,সৈয়দপুর (নীলফামারী): ভিজিডির পুরোনো সুবিধাভোগীর নাম চলতি চক্র বছরে (২৪মাস) অন্তর্ভূক্তিসহ নানা অনিয়ম ধরার কারণে কিশোরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে পিটানোর হুমকি দিয়েছেন রনচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান। এ ব্যাপারে ওই কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ করে এর অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন।

অভিযোগে জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রায়ের ১০/০৯/২০১৮ তারিখে জারিকৃত পরিপত্রের নিদের্শনা মোতাবেক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার গত ৯ এপ্রিল রনচন্ডী ইউনিয়ন পরিষদে ভিজিডির কার্ড বিতরণ ও খাদ্য মনিটরিং করতে যান। কার্ড বিতরণ করার সময়ে চিহিৃত ২০১৫-২০১৬ চক্র বছরের উপকার ভোগীদের নামে চেয়ারম্যানকে তিনি কার্ড ইস্যু করতে দেখে ওইসব নাম তিনি পরিবর্তন করতে বলেন।

 ভিজিডির পুরোনো সুবিধাভোগীর নাম চলতি চক্র বছরে (২৪মাস) অন্তর্ভূক্তিসহ নানা অনিয়ম ধরার কারণে কিশোরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে পিটানোর হুমকি দিয়েছেন রনচন্ডি
ভিজিডির অনিয়ম

কিন্তু চেয়ারম্যান ভিজিডির নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন। তখন ওই কর্মকর্তা দু’জন বয়োসোর্দ্ধ মহিলার কার্ড নিজ আয়ত্বে রেখে খাদ্য বিতরন মনিটরিং করেন। এ সময় তিনি দেখতে পান চেয়ারম্যান কার্ডে শুধু উপকার ভোগীর টিপসহি নিয়ে বিতরণ কারীর স্বাক্ষর ছাড়াই তিন মাসের ৯০ কেজির চালের স্থলে দু’মাসের ৬০ কেজি চাল বিতরণ করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার অভিযোগ করে বলেন, বিকাল ৫টা ৩০মিনিটের দিকে ৩৫টি পূরনো চক্র বছরের উপকার ভোগীদের কার্ড নিয়ে আমি চলে আসি। রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান আমাকে ফোন করে বলে আপনি কার্ড নিয়ে কেন চলে গেছেন। আপনি কি কার্ডের মালিক ? আপনাকে সারারাত ইউনিয়ন পরিষদে বসে থাকতে হবে। ওই কার্ড গুলো আপনাকে ১০ এপ্রিলের মধ্যে বিতরন করতে হবে। তা না হলে উপকারভোগী মহিলাদের দিয়ে আপনাকে পিটিয়ে নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তিন সদস্যর তদন্ত কমটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

রনচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে সামান্য ভূল বুঝাবুঝি হয়েছিল। এটির সমাধানও হয়েছে।

পিবিএ/জেডআই/আরআই

আরও পড়ুন...