যশোরে জব ফেয়ার অনুষ্ঠিত


পিবিএ,যশোর: যশোরে নানা আয়োজনে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার যশোর টাউনহল মাঠে আরআরএফ আয়োজিত জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। উদ্বোধন শেষে আলমগীর সিদ্দিকী হলে সেমিনার ও সন্ধ্যায় টাউনহল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জব সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন কাজী ফারজানা শার্মিন। আরআরএফের চেয়ারম্যান মীর রওশন আলী মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন আরআরএফের সাবেক সভাপতি তারাপদ দাস। সেমিনারে ৫০টি চাকুরিদাতা প্রতিষ্ঠান ও ২০০ জব প্রত্যাশী অংশ নেন। জব ফেয়ারে ছয়টি স্টল দেয়া হয়েছে।

এসব স্টল থেকে আইটি সার্ভিসেস,আইটি ফ্রি ল্যান্সিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, মোবাইল ফোন সার্ভিসিং, অটো মেকানিকস ও ওয়েল্ডিং ট্রেড কোর্স সর্ম্পকে তথ্য ও চাকরির গুরুত্ব তুলে ধরা হয়।

পিবিএ/জেএইচ

আরও পড়ুন...