কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে আহত করলো ইউপি মেম্বর

পিবিএ,যশোর: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মনিরামপুরে এক প্রবাসীর স্ত্রী কে পিটিয়ে আহত করেছে স্থানীয় ইউপি মেম্বর। যশোরের মনিরামপুরে মনোহরপুর গ্রামে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। এই ঘটনায় ও গৃহবধুর শাশুড়িকেও (৬৫) মারপিট করেছে ওই মেম্বর। সময় তাদের হাতে আহত হয়েছে ওই গৃহবধূর শাশুড়ি ছকিনা বেগম(৬৫)। আহতরা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি চিকিৎসাধিন আছেন।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মনিরামপুরে এক প্রবাসীর স্ত্রী কে পিটিয়ে আহত করেছে স্থানীয় ইউপি মেম্বর।
আহত গৃহবধু রুপালি

ঘটনা সুত্রে ও আহত শাশুড়ি ছকিনা বেগম জানান, তার ছেলে আশিকুর রহমান পাঁচ বছর আগে মালিয়েশিয়া প্রবাসী। ছেলে বিদেশ থাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বর জলিল কসাইয়ের ছেলে তাজু হোসেন মাস খানিক আগে তার পুত্রবধু রুপালিকে অনৈতিক কু-প্রস্তাব দিয়ে আসছে। মেম্বরের পাশাপাশি একই এলাকার বেলাত হোসেনের ছেলে মোবাশ্বের হোসেনও তাকে কুপ্রস্তাব প্রস্তাব দিয়ে আসছিল।

তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় গৃহবধু রুপালী পাশের বাড়ি শাশুরীকে ডাকতে যান। রুপালিকে রাস্তায় একা পেয়ে এসময় তার উপর মেম্বর তাজু ও মোবাশ্বের সহ কয়েকজন হামলা করে। রুপালির চিৎকারে পাশের বাড়ি থেকে শাশুড়ি ছকিনা বেগম ছুটে এলে তাকেও মারপিট করে দুর্বত্তরা। একই কারণে মাসখানেক আগে রুপালি বেগমের মাথা ফাটিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক জানান, দুজনের মধ্যে রূপালী বেগমের অবস্থা গুরুতর। ২৪ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। তবে শাশুড়ি ছকিনা বেগম আশঙ্কামুক্ত বলেও জানান চিকিৎসক।

পিবিএ/জেএইচ/আরআই

আরও পড়ুন...