পিবিএ,কোম্পানীগঞ্জ (নোয়াখালী): পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনের আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকাল ৪টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। রোববার দুপুরে চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তী স্বাক্ষরিত স্মারকে বিষয়টি জানা গেছে। নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান।
চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে গত ৩১মার্চ ২০১৯ তারিখের এই কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোহাম্মদ শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে আজম পাশা চৌধুরী রুমেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরজুমান পারভীন রুনু নির্বাচিত হন। নির্বাচনে কোনো পদেই প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বততায় নির্বাচিত হন।
নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন ২০০৯ সালে ৩য় উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নির্বাচন না করলেও এইবার দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিনি প্রার্থী হন। মোহাম্মদ শাহাব উদ্দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গ্রীন ট্রেড হাউজের চেয়ারম্যান এবং জৈতুন নাহার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা-সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি নোয়াখালী জেলা সমিতি, ঢাকা এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ১৬ বার সিআইপি(বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) মর্যাদা লাভ করেন। অন্যদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল টানা ২য় বারের মত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আরজুমান পারভীন রুনুও পর পর ৩য় বারের মত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পিবিএ/আরইউ/আরআই