পিবিএ,নেত্রকোনা: দোতলা স্কুল ভবন, মাথার ওপর ছাঁদ থেকে খসে পড়ছে পলেস্তরা। কখনো বা সিঁড়ির ইট খুলে পড়ছে। ভেঙে পড়ছে পিলারের কংক্রিটও। কখন কার ওপর ইট বা পলেস্তরা এসে পড়ে সেই আতঙ্কে থাকে শিক্ষার্থীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমনি চিত্র নেত্রকোনা জেলার মোহনগঞ্জের খুরশিমুল উচ্চ বিদ্যালয়ের।
এ অবস্থায় পুরোপুরি আতঙ্কের মধ্যে ক্লাস করছে শিক্ষার্থীরা। অবস্থা খুব খারাপ দেখে এর মধে দোতলায় ক্লাস নেয়া বন্ধ করে দেয়া দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ওই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারুফা, নাজমুল ও রিফাত জানায়, ক্লাসে এসে সবসময় প্রাণের ভয়ে থাকতে হয়। যখন ইট বা পলেস্তরা খসে পড়ে তখন শিক্ষার্থীরা ক্লাস ফেলে ভয়ে ভবন থেকে দৌড়ে বেড়িয়ে পড়ে। এ পর্যন্ত অনেকেই দূর্ঘটনায় আহত হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল মিয়া জানন, ভবনটি নিয়ে চরম সমস্যায় পড়েছে বিদ্যালয়। ইতিমধ্যে দোতলায় তিনটি রুমে ক্লাস নেয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু জায়গা সংকটে ঝুঁকিপুর্ণ ভবনেই ক্লাস নিতে হচ্ছে। সমস্যা সমাধানের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নিকট বার বার আবেদন করেও কোন সুরাহা পাওয়া যাচ্ছে না। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে জানানো হয়েছে।
পিবিএ/এসএজে/আরআই