বউ ও শ্যালিকাকে জড়িয়ে ধরা রণবীরের ছবি ভাইরাল

পিবিএ,বিনোদন : দীপিকা ও রণবীরের সুখের সংসার। ধুমধাম করে বিয়ে হয়েছে তাদের। বিয়ের পার্টিও চলেছে সপ্তাহজুড়ে। তারপর একের পর এক ছবি মুক্তি পেয়েছে রণবীরের। সিম্বা থেকে গালি বয়। আর সব ছবিই হিট! অর্থাৎ দীপিকা যে তার জন্য লাকি চ্যাম্প সেটা বোঝাই যাচ্ছে।

কিন্তু এরই মধ্যে যে ছবি প্রকাশ পেল, তাতেই বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। দীপিকা ও তার বোন অর্থাৎ শ্যালিকাকে একসঙ্গে জড়িয়ে ধরলেন রণবীর। ব্যাস ছবি হল ভাইরাল! পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন দীপিকা। বাবা, মা ও বোনের সঙ্গে খুবই নিবিড় সম্পর্ক তার। বাবা প্রকাশ পাড়ুকোনের কোনো সম্মানপ্রদান অনুষ্ঠানে দীপিকার চোখের জলের সাক্ষী থেকেছেন অনেকেই। বোন, অনিশার সঙ্গে খুবই ভাল সম্পর্ক দীপিকার। সেই কারণে রণবীরেরও খুব কাছের মানুষ অনিশা। জামাইবাবু ও শ্যালিকার সম্পর্ক খুবই মধুর।

তাই তো বউ ও শ্যালিকাকে একসঙ্গে জড়িয়ে ধরলেন রণবীর। আর মাঝে পড়লেন দীপিকা। তিনি লিখলেন যে স্বামী ও বোনের মাঝে তিনি চিড়ে চ্যাপটা হয়ে গেলেন। আর মুহূর্তে সেই ছবিতে লাইকের বন্যা বয়ে গেল।

পিবিএ/এমএস

আরও পড়ুন...