ফুলবাড়ীতে কলা গাছের সাথে শত্রুতা

পিবিএ,ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের মহদীপুর গ্রামের স্কুল শিক্ষক বাবুল চন্দ্র সরকারের এক বিঘা জমির ৩৫০টি কলা গাছের চারা বুধবার রাতে কেটে ফেলেছে দুস্কৃতিকারিরা। বৃহস্পতিবার সকালে সরেজমিনে ওই কলা বাগানে গিয়ে দেখা যায়, মহদীপুর গ্রামের মন্দির সংলগ্ন কলা বাগানের ৩৫০টি কলা গাছ কেটে জমিতে বিছিয়ে দিয়েছে দুস্কৃতিকারিরা।

কলা গাছের মালিক স্কুল শিক্ষক বাবুল চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার সকালে কলা গাছগুলো পরিচর্যা করতে গিয়ে দেখি গাছগুলো কেটে ফেলা হয়েছে। ধারনা করা হচ্ছে জমির বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মৃত আনন্দ মোহন রায়ের ছেলে হরিশ চন্দ্র রায়সহ তার লোকজন শত্রুতা করে বুধবার গভীর রাতে গাছগুলো কেটে ফেলতে পারে।

কলা গাছগুলো কেটে ফেলার কারণে তার প্রায় ৬ লাখ টাকার আর্থিকভাবে ক্ষতি হয়েছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তারিখে ওই ব্যক্তিরা একই জমির প্রায় ৩০০ কলা গাছ কেটে ফেলায় হরিশ চন্দ্র রায়সহ ৬জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধিন রয়েছে। আসামীরা জামিনে থাকার সুযোগে পুনরায় বাগানের গাছগুলো কেটে ফেলতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, কলা গাছের চারাগুলো কেটে ফেলার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/ ডব্লিউআইডি/আরআই

আরও পড়ুন...