হাটহাজারীতে চেয়ারম্যানকে হত্যা চেষ্টার মামলায় আটক ২

পিবিএ,হাটহাজারী (চট্টগ্রাম): হাটহাজারী উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ জামাল উদ্দিনকে চুরিকাঘাত করে হত্যা চেষ্টার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে তাদেরকে নাঙ্গলমোড়া এলাকার বালুরটাল থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন একই ইউনিয়নের মৌলভি নুর উদ্দিনের বাড়ির মোঃ শাহজাহানের ছেলে মোঃ মাসুম রানা (৩০) ও মন্দা মিনা গাজী চৌধুরী বাড়ির মৃত আবুল কালামের ছেলে মোঃ মিরাজ (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে হাটহাজারী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শামিম শেখ, ইন্সপেক্টর (অপারেশন) এ আই এম তৌহিদুল করিম, ইন্সপেক্টর ইন্টিলিজেন্ড রাজিব শর্মা, সেকেন্ড অফিসার নাজমুল হাসান, এসআই পরেশ চন্দ্রসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২০১৮ সালের ২৫ নভেম্বর চুরিকাঘাতে গুরুতর আহত জামাল উদ্দিন মুঠোফোনে বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। আমি এর সুষ্ঠ বিচার চাই।আটককৃত আসামিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানান ইন্সপেক্টর তদন্ত শামিম শেখ।

পিবিএ/কেএ/আরআই

আরও পড়ুন...