খোরশেদ আলম শিমুল,পিবিএ,হাটহাজারী: হাটহাজারী বাজারে মনিটিরিং করতে গিয়ে তিনটি মুদি দোকানে অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। অভিযানে প্রায় ১০লক্ষ টাকার ভেজাল ঘি জব্দ ও ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাটহাজারী পৌর এলাকার ইষ্টার্ন আবাসিক সংলগ্ন মুরগীরহাটের সামনে আল করিম কাঁচা বাজার মেসার্স আল ইনসাফ ষ্টোরকে ৩০ হাজার,কলেজ গেইট এলাকার হাফেজ জিন্নাহ ষ্টোরকে ১৫ হাজার ও হাজী জেবল ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পেশকার শফিউল আলম, মডেল থানার পুলিশের এএসআই নুরুল আমিন উপস্থিত ছিলেন। ইউএনও রুহুল আমিন জানান,বিগত সাত মাস ধওে উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল ঘির কারখানায় অভিযান পরিচালনা করেছি।
এসময় কয়েকটি নামিদামি ব্রান্ডের ঘির কারখানা ধ্বংস করেছি বিভিন্ন দোকানদারকে সেসব ভেজাল ঘি না রাখার অনুরোধ জানিয়ে বার বার সতর্ক করেছি কিন্তু তারা শুনেনি। তাই এখন থেকে আর সতর্ক নয় সরাসরি আইন প্রয়োগ করা হবে। তিনি বলেন এতগুলো ভেজাল ঘির কারখানায় অভিযানের পরও কারখানা মালিকরা জায়গা পাল্টিয়েছে, বিক্রির ধরন পাল্টিয়েছে দুঃখের বিষয় তারা ব্যবসা বন্ধ করেনি।
পিবিএ/আরআই