পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম রেজান মিয়া (২২)। সে পৌর শহরের বাধঁনপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। সে মাদক মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাছন নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/জেএইচআর/আরআই