পিবিএ, কুবি (কুমিল্লা): কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) নিয়ে কটুক্তি করার অভিযোগে এক দোকানদারকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন দোকানে এক ছাত্রী বিকাশ থেকে টাকা তুলতে গেলে তার সাথে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘটনা সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিসমিল্লাহ্ হার্ডওয়্যার নামের একটি দোকানে মোবাইল ব্যাংকিং বিকাশ থেকে টাকা তুলতে যায় নৃবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের এক ছাত্রী। ভাংতি টাকা নিয়ে দোকানদার সাদ্দামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ ছাত্রীকে বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ গালি দেয়। এতে ঐ শিক্ষার্থী কান্না করতে থাকলে ঘটনাটি তার সহপাঠিদের নজরে আসে। ঘটনা শুনে তার বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত দোকানদারকে মারধর করে। শিক্ষার্থীরা এক পর্যায়ে দোকান বন্ধ করে দেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বোর্ডের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। দোকানের মালিক ও শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর বিষয়টি মিমাংসা করেন এবং অভিযুক্ত দোকানদার ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়কে অসম্মান করে কথা বলায় এবং এর আগেও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করায় আমরা তাকে মারধর করি। পরে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে বিচার দাবি করি।
এ বিষয়ে অভিযুক্ত দোকানদার সাদ্দামের বড় ভাই ও দোকানটির মালিক মিজান বলেন, আমার ছোট ভাই না বুঝে বিশ্ববিদ্যালয় সম্পর্কে মন্তব্য করেছে। পরবর্তীতে আর এমন হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। অভিযুক্ত দোকানদার থেকে মুচলেকা নেয়া হয়েছে। সামনে থেকে কেউ বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানিকর কিছু বললে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পিবিএ/জেআই/আরআই