রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সাথে যৌন হয়রানির অভিযোগ

পিবিএ,রংপুর: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকা একই বিভাগের বিভাগীয় সভাপতির বিরুদ্ধে অশোভন মন্তব্যেও অভিযোগ করেছেন। বিষয়টির জন্য প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সকালে তিনি ভিসির কাছে লিখিত আবেদন করেছেন।
ভিসিকে দেয়া লিখিত আবেদনে লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সামান্থ্যা তামরিন বলেন, ২৩ এপ্রিল লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় একাডেমিক কমিটির ৩৭তম সভায় নির্ধারিত বিষয়ে আলোচনা চলাকালে সভার সভাপতি ও বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের হঠাৎ করেই আমাকে উদ্দেশ্য করে অশোভন মন্তব্য করেন এবং অশালীন ভাষা প্রয়োগ করেন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকা একই বিভাগের বিভাগীয় সভাপতির বিরুদ্ধে অশোভন মন্তব্যেও অভিযোগ করেছেন।
অভিযুক্ত শিক্ষক জোবায়ের ইবনে তাহের

তিনি ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে হুমকি প্রদান করেন। লিখিত আবেদনে আরও বলা হয়, সভায় অন্যান্য সহকর্মীদের উপস্থিতিতে এমন অশোভন ও অশালীন আচরণ একজন শিক্ষক হিসেবে আমার জন্য অত্যন্ত অপমানজনক, মানহানীকর এবং হয়রানীর সামিল। তার এমন অসংলগ্ন ও অস্বাভাবিক আচরণে আমি একজন নারী শিক্ষক হয়ে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।

লিখিত আবেদনে তিনি ভিসির কাছে একজন নারী শিক্ষকের সম্মান রক্ষার্থে এবং কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে উক্ত বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে বিভাগীয় সূত্রে জানা গেছে, ভিসির কাছে লিখিত অভিযোগ করার পরপরই ওই বিভাগের অভিযোগকারী শিক্ষিকাসহ আরও এক শিক্ষককে সতর্কি করণ নোটিশ দিয়েছেন অভিযুক্ত বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের জানান, আমি তার সাথে কোন অশোভন মন্তব্য, আচরণ ও অশালিন ভাষা প্রয়োগ করিনি। তিনি বলেন, ওই নারী শিক্ষকই আমার সাথে অশোভন আচরণ ও মন্তব্য করেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দপ্তর সূত্র জানা গেছে, গত বছর অভিযুক্ত শিক্ষক জুবায়ের ইবনে তাহের রেজিষ্টার দপ্তরের সহকারী রেজিষ্টার আব্দুল হাকিমের সাথে অশোভন আচরণ করেন। বিষয়টি নিয়ে গত বছর ১ অক্টোবর গণিত বিভাগের শিক্ষক আর এম হাফিজুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি হয়। কিন্তু ওই শিক্ষকের প্রভাবের কারণে তদন্ত রিপোর্ট আজও আলোর মুখ দেখেনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রিার আবু হেনা মোস্তফা কামাল জানান, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ওই বিভাগের এক নারী শিক্ষক অশোভন মন্তব্য ও অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ করেছেন। বিষয়টি আভ্যন্তরিন। কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিবেন।

পিবিএ/এসআই/আরআই

আরও পড়ুন...