বগুড়ায় স্কুলছাত্রী শ্রেয়া শাপলাকুঁড়িতে নৃত্যে পুরস্কার

পিবিএ,বগুড়া: জোতীয় শিশুপুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী প্রতীতি রায় শ্রেয়া শাপলা কুঁড়িতে ২০১৮ সাফল্য পেয়েছে।

জাতীয় এই প্রতিযোগিতায় শ্রেয়া নৃত্যের খ বিভাগ থেকে উচ্চাঙ্গ নৃত্যে (ভারতনাট্যম) তৃতীয় স্থান অধিকার করেছে। ১৭ এপ্রিল ঢাকার আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এছাড়া শ্রেয়া এই প্রতিযোগিতায় সৃজনশীল নৃত্যে সেরা দশ-এ স্থান করে নেয়।

২০১৮ইং সালে দুটি ধাপে এই প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। সারাদেশ থেকে আগত প্রতিযোগিদের প্রাথমিক বাছাইপর্ব শেষে প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে চুড়ান্ত বিজয়ী নির্ধারণ করেন বিচারকগণ। শাপলা কুঁড়ি আয়োজিত ২০১৮ ইং সালের ১০ম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতায় শ্রেয়ার ঝুলিতে আরো একটি জাতীয় সাফল্য উঠলো। এ নিয়ে ১৪ তম বার সে জাতীয় পর্যায়ের পুরস্কার অর্জন করলো। সে সকলের কাছে আশীর্বাদ কামনা করেছে।

শ্রেয়ার নৃত্যে হাতে খড়ি হয়েছে বগুড়া ক্রিয়েটিভ কালচারাল একাডেমীর ও উচ্চারণ একাডেমীর নৃত্য শিক্ষক স্বর্ণকার জহুরুল ইসলাম রতন এর কাছে। জহুরুল ইসলাম রতন বর্তমানে বগুড়ার সেউজগাড়ীর তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও রবীন্দ্রনাথ সরকারের কাছে উচ্চাঙ্গ নৃত্য শেখা সহ ঢাকার বিভিন্ন নৃত্য গুরুর কাছে নৃত্য শিখে যাচ্ছে।

নৃত্যের পাশাপাশি শ্রেয়া উচ্চারণ একাডেমীর পরিচালক এ্যাডভোকেট পলাশ খন্দকারের নির্দেশিত শিশুতোষ নাটকে বগুড়া ও ঢাকার বিভিন্ন মঞ্চে, বিটিভি ও এটিএন বাংলায় অভিনয় করে দর্শক নন্দিত হয়েছে। দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এ পর্যন্ত ১৪ বার শ্রেষ্ঠত্ব অর্জন স্বরুপ পুরস্কার পুড়েছেন নিজ ঝুলিতে।

২০১৭ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় খ বিভাগ থেকে কথক নৃত্যে দ্বিতীয় হয়ে অর্জন করেন রৌপ্য পদক। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ ইং এ একাধারে নৃত্যের বিভিন্ন বিষয়ে মোট দশটি জাতীয় পর্যায়ের পুরস্কার অর্জন করেন। এছাড়াও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ তে শ্রেয়া জাতীয় পর্যায়ের লোকনৃত্যে প্রথম ও সৃজনশীল নৃত্যে তৃতীয় স্থান অর্জন করে।
এছাড়া গত পাঁচবছর শ্রেয়া দেশব্যাপী বিষয় ও বয়স ভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় ভরতনাট্যম, কথক, ওড়িষ্যি নৃত্যে একাধিকবার সেরা পাঁচে ও সৃজনশীল নৃত্যে সেরা দশে স্থান করে নেয়।
২০১৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় ভরতনাট্যম এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ নৃত্য শিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেন। এই অর্জন নিযে সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে। নৃত্যে অবদানের জন্য বগুড়া জেলা প্রশাসন, জেলাশিক্ষা অফিসার, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও রাজশাহী বিভাগের আঞ্চলিক শিক্ষা অফিস থেকে তাকে পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৬ এর ভরতনাট্যম ও সৃজনশীল নৃত্যে রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছিল। শ্রেয়া বগুড়া শহরের জহুরল নগরের বাসিন্দা ও সে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। মা প্রভাষিকা ইন্দ্রাণী বর্মণ এবং বাবা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক জগন্নাথ রায়। শ্রেয়ার একমাত্র ছোট ভাই মনোমোহন রায় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

পিবিএ/এমএ/এমএসএম

আরও পড়ুন...