শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের সুনামগঞ্জে আলোচনা সভায় বক্তারা


পিবিএ,সুনামগঞ্জ: একটি ময়লা ও যত্রতত্র নয়, এই শহর আমার, শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এই শ্লোগান নিয়ে বিডি ক্লিন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় জেলা নতুন শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অুনষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীর সদস্যরা অংশগ্রহন করেন। বিডি ক্লিন সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কবির হোসেন নাসিমের সভাপতিত্বে ও সদস্য আহমেদ ইনতি মাসুম ও মাধবীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিমুল এহসান খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বিডি ক্লিন এর উপদেষ্টা বাবু পরিমল কান্তি দে,বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিডি ক্লিন এর উপদেষ্টা শিক্ষক মো: রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বিভাগীয় সমন্বয়ক জুবায়ের সাইফুল্লাহ প্রমূখ।

বক্তারা বলেন শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা সকল নাগরিকের দায়িত্ব। তাই সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পিবিএ/জেএইচআর/এমএসএম

আরও পড়ুন...