ধর্মের নামে সন্ত্রাসী হামলায় বন্ধের দাবিতে সমাবেশ

শ্রীলঙ্কায় গত রবিবারের সিরিজ বোমা হামলায় ও সারা দেশে ধর্মের নামে সন্ত্রাসী হামলায় বন্ধের দাবিতে যশোরে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধর্মের নামে সন্ত্রাসী হামলায় বন্ধের দাবিতে সমাবেশ

পিবিএ,যশোর: শ্রীলঙ্কায় গত রবিবারের সিরিজ বোমা হামলায় ও সারা দেশে ধর্মের নামে সন্ত্রাসী হামলায় বন্ধের দাবিতে যশোরে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে যশোর শহরের চিত্রা মোড়ে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।যশোরের অন্তত ২৫টি সাংস্কৃতিক সংগঠন কর্মসূচিতে অংশ নেন।

শ্রীলঙ্কায় গত রবিবার ধর্মীয় গির্জা ও হোটেলে সিরিজ বোমা ও সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।ধর্মীয় বিদ্বেষমূলক হামলাকারিদের বিরুদ্ধে সকল জাতি-ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তা ছাড়া বিশ্বের ধর্মের নামে যে সন্ত্রাসী হামলায় বন্ধের জন্য ও নিরাপত্তার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। তারা এ ধরনের নির্মম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য জরুরি পদক্ষেপ গ্রহণেরও দাবী জানান।

এসময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,সম্মিলিত সাংস্কৃতি জোটের কেন্দ্রীয় সদস্য সুকুমার দাস,জেলা সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান,বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সাবেক সভাপতি সৌমেশ মুখার্জী,সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস,ডায়মন্ড থিয়েটারের চঞ্চল সরকার,ভৈরব সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সেলিম হোসেন,বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি শামসুজ্জামান,যশোর শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী প্রমুখ।

পিবিএ/জেআই/আরআই

আরও পড়ুন...