পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার নওদা গ্রামে ইমরান (২৭) নামে এক মাদকাসক্ত যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মা ও নানিকে হত্যা করেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওদা গ্রামের মৃত নুর মোহাম্মদের স্ত্রী শামসুন্নাহার (৭৫) ও মেয়ে মর্জিনা খাতুন (৫০)। জানা গেছে, মর্জিনা খাতুন মহেশপুর বালিকা বিদ্যালয়ের ল্যাব সহকারি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে পিবিএকে জানান, বৃহস্পতিবার রাতে ইমরান তার মায়ের কাছে কিছু টাকা চায়। টাকা না দিলে ক্ষিপ্ত হয়ে মা ও নানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপর দিকে এলাকাবাসী জানায়, ইমরান মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই তার মাকে মারধর করতো। রাতেও তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে ইমরান।
পিবিএ/এইউ/আরআই