পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী শিপরা বেগম (৪২)কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় সাইদুর রহমান জ্বীম নামে তার এক সহযোগীকে আটক করে পুলিশ। শিপরা চুয়াডাঙ্গা শহরতলী বুজরুকগড়গড়ি পাড়ার বাবুল হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, শিপরা দীর্ঘদিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ সময় তার কাছে থেকে ৫০ পিচ ইয়াবা ও তার সহযোগী জ্বীমের কাছে থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, শিপরা বেগমের নামে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
তাছাড়াও তার বিরোধী ১ ডজনের অধিক মাদক মামলা আছে বলে জানায় এ পুলিশ কর্মকর্তা।
পিবিএ/টিটি/আরআই