পিবিএ,ঢাকা : সদ্য নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় ক্রকেট দলের ওয়ানডে অধিনায়ক এবার সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছেন।দুর্নীতির বিষয়ে কথা বলার সময় মাশরাফি বলেন, আমি একজন সরকারি কর্মকর্তার ফাইল রেডি করে আনছি। আমি নিজেই দুদকে মামলা করব তার নামে।
বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধিজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মাশরাফি বিন মুর্তজা।মাশরাফি বলেন, যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় তারাও দোষে দোষী। আপনারা নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। স্বচ্ছতার সাথে কাজ করতে গিয়ে যদি কেউ হুমকি দেয় তাহলে আমাকে জানাবেন। কারও বিরুদ্ধে কোনো অনিয়ম পেলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
ইতিমধ্যে নড়াইলের একজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির তথ্য আমার হাতে এসেছে। আমি নিজেই ওই কর্মকর্তার নামে দুদকে মামলা করবো’।মাশরাফি বলেন, আমি একা বলে কি হবে, আপনাদেরকেও এসব কাজে সহযোগিতা করতে হবে, তথ্য প্রমাণ সংগ্রহ করে সহযোগিতা করতে হবে, তা ছাড়া একার পক্ষে সব সম্ভব না।
পিবিএ/এমএস