পিবিএ,মৌলভীবাজার: শ্রীমঙ্গলে ফিল্মী ষ্টাইলে নারী নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার শহরের রাধানাথ সিনেমা হল মার্কেটের পপুলার ট্রেড সেন্টারে নামের ব্যাবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের ম্যানেজার ও কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় নগদ টাকাসহ পৌনে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এনে রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক হেলাল তরফদার।
দোকানের ম্যানেজার ফয়সল আহমেদ রণী জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ১০-১৫ জনের একদল মেয়ে পাশের সিনেমা হলে যায়। কিছুক্ষন পর তারা বোরকা পড়ে এসে ফিল্মী ষ্টাইলে দোকানে হামলা চালায়। এসময় তাকেসহ এক কর্মচারীকে মারধর করে ক্যাশ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দোকানের মালামাল তছনছ করে বাহিরে ছুড়ে ফেলে দেয়।
মাত্র ১৫-২০ মিনিটে এ ঘটনা ঘটিয়ে দোকানে তালা লাগিয়ে তারা চলে যায়। স্থানীয় দোকানের মালিকের মেয়ে তফাদার সানজিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে দোকানে এসে দেখেন দোকানে তালা। মালামাল বাহিরে রাস্তায় ছড়ানো ছিটানো। তিনি বলেন, সন্ত্রাসী হামলায় ২টি মোবাইল ফোন, ক্যাশ থেকে নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকাসহ দোকানের ৪ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, হেলাল তরফদার ৫ বছরের চুক্তিতে দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন।
স্থানীয়রা বলেছেন নিয়মিত দোকান ভাড়া পরিশোধ না করায় মার্কেটর মালিক দোকান খালি করতে দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছিলেন। এতে ব্যর্থ হয়ে মালিক পক্ষ দোকান খালি করতে এই পদক্ষেপ নেয়। তবে ভাড়াটে মুহিত তরফদার ৫ বছরের এগ্রিমেন্টে গত চলতি বছরের ফেব্রুয়ারী পর্যন্ত ভাড়া পরিশোধ বলে দাবী করেন।
ঘটনার পরপরই পুলিশের এএসপি সার্কেল আসরাফুজ্জামান, ওসি কেএম নজরুল ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই মুহিত তরফদার বাদী হয়ে শহরের উত্তরা দেব চৌধুরীর নাম উল্লেখ করে আরো ১০-১৫জন অজ্ঞাত মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, রাত ৯টার দিকে ভাড়াটে পক্ষের লোকজন দোকানের তালা ভেঙ্গে আবার দখল নিয়ে তাদের তালা ঝুলিয়ে দেয়। এ খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে উত্তরা দেব চৌধুরী ঘটনাস্থলে গেলে কয়েক ব্যক্তি তার উপর হামলা করে বলে অভিযোগ করেছেন উত্তরা দেব চৌধুরী।
যোগাযোগ করা হলে উত্তরা দেব চৌধুরীর ভাই পান্না লাল দেব চৌধুরী টুটুল জানান, রাত রাড়ে ১০ টাকার দিকে তিনি ও উত্তরা দেব দোকানের পরিস্থিতি দেখতে গেলে হেলাল তফাদারের লোকজন এ হামলা করে। এতে তার বোন আহত হন। বর্তমানে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল বলেন, ‘বিষয়টি আপাতত: ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মিমাংসার জন্য দায়িত্ব নিয়েছেন, তারা দেখছেন’। উত্তরা দেব চৌধুরীর উপর হামলার বিষয়ে তিনি শুনেছেন জানিয়ে বলেন এ নিয়ে কেউ অভিযোগ দেননি।
পিবিএ/টিপি/আরআই