সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শ্রীলঙ্কা পুলিশের বন্দুকযুদ্ধ

ইস্টার সানডের দিনে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে অভিযান চালানোর সময় শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে সন্দেভাজন একটি সশস্ত্র হামলাকারী দল ও দেশটির পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
শ্রীলঙ্কায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ

পিবিএ,ডেস্ক: ইস্টার সানডের দিনে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে অভিযান চালানোর সময় শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে সন্দেভাজন একটি সশস্ত্র হামলাকারী দল ও দেশটির পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেশটির এক সামরিক মুখপাত্র বলেছেন, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার আমপারা শহরে পুলিশের চালানো ওই অভিযানের সময় একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

শ্রীলঙ্কা সরকার হামলার জন্য স্থানীয় ইসলামী চরমপন্থী দল ন্যাশনাল তাওহীদ জামায়াতকে দায়ী করলেও মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

হামলার পর খুব দ্রুত নিহতের সংখ্যা বাড়ছিল। ঘটনার দুদিন পর নিহতের সংখ্যা এসে দাঁড়ায় ৩৫৯ জনে। কিন্তু গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নিহতের সেই সংখ্যা প্রায় একশ কম বলে জানান। তার দেয়া হিসাব মতে, হামলায় মোট ২৫৩ জন নিহত হয়েছেন।

পিবিএ/হাতা

আরও পড়ুন...