সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

মৌলভীবাজার জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

পিপিএ ঢাকা: আজ শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে বলে জানা গেছে।রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।আজকের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এতে দলের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ কয়েকজন আইনজীবী অংশ নেবেন।

এবিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই বৈঠক বিএনপির নিয়মিত দলীয় কার্যক্রমের অংশ।

স্থায়ী কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র জানা গেছে,বৈঠকে ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলীয় নির্বাচিত জাহিদুর রহমান জাহিদের শপথ গ্রহণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খালেদা জিয়ার স্বাস্থ্য, জামিনের বিষয়ে আলোচনা হবে। বৈঠকের মধ্যে বা শেষ দিকে গুরুত্ব সহকারে দলের অবস্থান ব্রিফ করা হতে পারে।

বিএনপির একজন আইনজীবী জানিয়েছেন, তারা খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়টিকে অনেকটাই এগিয়ে নিয়ে এসেছেন। মাত্র দু’টি মামলায় জামিন হলেই মুক্তি পাবেন বিএনপির চেয়ারপারসন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...