রামগড়ে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রী ধর্ষিত, ধর্ষক আটক

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষককে আটক করেছে পুলিশ। জানা যায়, রামগড় পৌরসভার দারোগাপাড়ার বাসিন্দা ১১ বছরের শিশু কন্যা তাদের এক প্রতিবেশীর সাথে শুক্রবার রাতে পার্শ্ববর্তী ফেনী নদীতে মাছ ধরতে যায়। এ সময় (রাত সাড়ে ৮টার দিকে) বাবলু (৩১) নামে যুবক মেয়েটিকে মহামুনি এলাকায় নদীর চরে জোরপূর্বক ধর্ষণ করে।

খাগড়াছড়ির রামগড়ে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে।
প্রতীকী ছবি

বাবলু চট্টগ্রামের বায়োজিত থানার আঁতুরেরডিপো এলাকার কবির আহম্মদের পুত্র। রামগড়ের দারোগাপাড়ায় তার শ্বশুরবাড়ি। সে এক সন্তানের জনক পেশায় হকার। প্রতিবেশী হওয়ায় ভিকটিম বাবলুকে দুলাভাই ডাকে। মেয়েটি বাসায় ফিরে তার মাকে ঘটনাটি জানানোর পর প্রতিবেশীদের সহায়তায তারা বাবলুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বাবলু জানায়, সে তার স্ত্রী ও মেয়েটিকে সাথে নিয়ে ফেনী নদীতে মাছ ধরতে যায়। স্ত্রী মাছ ধরতে সামনে এগিয়ে গেলে সে মেয়েটিকে নদীর চরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে ভিকটিম অভিযোগ করে বাবলু তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মো: আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে ভিকটিম পুলিশের কাছে বাবলু তাকে ধর্ষণ করেছে বলে জানায়। ভিকটিমকে মেডিকেল চেকআপ করার জন্য শনিবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

পিবিএ/এএল/আরআই

আরও পড়ুন...