দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিবেন না সাত্তার ভূঁইয়া

পিবিএ, ব্রাহ্মণবাড়িয়া: দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ না নেওয়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সাংসদ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তাঁর দীর্ঘদিনের অর্জন করা রাজনৈতিক ক্যারিয়ার তিনি জীবন সায়েহ্নে এসে না হারানোর কথাও জানান। শনিবার সকালে এক সাক্ষাতকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ না নেওয়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সাংসদ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

এদিকে আগামিকাল রবিবার (২৮ এপ্রিল) সাত্তার ভূঁইয়া শপথ নিচ্ছেন এমন খবরে গত দুইদিন যাবত পুরো নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পাশাপাশি বিএনপির এই প্রবীণ নেতার শপথ নেওয়ার সিদ্ধান্তের ব্যাপার নিয়ে স্থানীয় বিএনপিতে কড়া সমালোচনাও চলছে। তবে সাত্তার ভূঁইয়া শপথ নিচ্ছেন, এই খবর সম্পূর্ন গুজব বলে দাবি করেছেন প্রবীণ এই নেতার রাজনৈতিক ঘনিষ্ট সহচর অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

শনিবার সকালে তিনি জানান, দলের সিদ্ধান্তের বাইরে একচুলও নড়বেন না সাত্তার ভূঁইয়া। শপথ নেওয়ার প্রশ্নই আসে না- দলের নেতা-কর্মীদের এমনটাই সাফ জানিয়েছেন বর্ষীয়ান এই নেতা। অনেকে তাঁর শপথ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। কেউ এই ধরণের গুজবে কান না দেওয়ার ব্যাপারেও আহবান জানান নুরুজ্জামান লস্কর।

অপরদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সাত্তার ভূঁইয়ার ওপর ঘরে ও বাইরে প্রচন্ড চাপ রয়েছে। শপথ নিতে নির্বাচনী এলাকার অনেক ভোটার তাঁকে চাপে রেখেছেন একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই। পরিবারের সদস্যরাও চান শেষ বয়সে আবারো তাঁকে সংসদ সদস্য হিসেবে দেখতে।

তবে দলের স্থানীয় ত্যাগী নেতা-কর্মীরা বলছেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সাত্তার ভূঁইয়া শপথ নিলে তাঁর সারাজীবনের রাজনৈতিক অর্জন ধূলিসাৎ হবে এবং শেষ বয়সে বেঈমানের খাতায় নাম লিখাবেন তিনি। এমনটি তারা আশা করেন না।

পিবিএ/এআই/আরআই

আরও পড়ুন...