রাজবাড়ীতে আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত সম্পূর্ণ করার দাবীতে মানববন্ধন

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ এবং কাজ চলাকালীন সময়ে পরিবেশ সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। শনিবার সকালে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ এবং কাজ চলাকালীন সময়ে পরিবেশ সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
মহাসড়কের কাজ দ্রুত সম্পূর্ণ করার দাবীতে মানববন্ধন

এতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা আহম্মেদ নিজাম মন্টু, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজের মন্থর গতি, দীর্ঘসূত্রিতা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারণে সড়কটিতে প্রচন্ড ধুলার সৃষ্টি হয়।

এতে কোমলমতি শিশুসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট, এলার্জি ও হাপানির মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। একদিকে ধুলা ও অন্যদিকে খালাখন্দের কারণে ব্যবসা-বাণিজ্য পরিচালনাসহ এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অবিলম্বে কাজের গতি বাড়ানো না হলে সড়ক অবরোধের ঘোষণা দেন বক্তারা।

পিবিএ/সিএস/আরআই

আরও পড়ুন...