কুষ্টিয়ায় গরুর খামার করে স্বাবলম্বী হচ্ছেন নারী-পুরুষ

পিবিএ,কুষ্টিয়া: ছোট বড় অসংখ্য গরুর খামার গড়ে উঠেছে কুষ্টিয়ায়। বাণিজ্যিক ভাবে কুষ্টিয়ায় ৬টি উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় ৪ হাজার গরুর খামার। এসব খামারে পালন করা হচ্ছে প্রায় ৯ লক্ষ গরু। গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ খামারে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন জেলার অসংখ্য নারী-পুরুষ। তবে একদিকে গো-খাদ্যের উচ্চ মূল্য অন্যদিকে মাংস ও দুধের ন্যায্য দাম না পাওয়ায় দিশেহারা খামারিরা।

ছোট বড় অসংখ্য গরুর খামার গড়ে উঠেছে কুষ্টিয়ায়।
কুষ্টিয়ায় গরুর খামার করে স্বাবলম্বী হচ্ছেন নারী-পুরুষ

খামারে গরু পালন কাজ করে স্বাবলম্বী হচ্ছেন জেলার হাজার হাজার নারী-পুরুষ। এতে জেলায় যেমন কমেছে বেকারত্বের হার, তেমনি বাড়ছে উদ্যোক্তা। খামারিরা জানান, বেকার থাকা অবস্থায় গরু পালন করে আমরা স্বাবলম্বী হয়েছি। সরকার আমাদের ট্রেনিং করে সাহায্য সহযোগিতা করলে আমরা আরও এগিয়ে যেতে পারবো।

এ অবস্থায় গো-খাদ্যের দাম কমানোসহ উৎপাদিত মাংস ও দুধের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের সহায়তা চেয়েছেন খামারিরা। খামারে কাজে নিয়োজিত নারীরা বলেন, আর্থিক সচ্ছলতার জন্যে আমরা গরু পালন করে থাকি। খাবারের দাম কমলে দুধ বিক্রি করে লাভবান হতে পারতাম। গরু পালনে দক্ষতা বৃদ্ধিতে খামারিদের প্রয়াজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান, জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. সিদ্দীকুর রহমান তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে আমরা খামারিদের সক্ষমতা অর্জনের চেষ্টা করছি। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, জেলায় গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছে প্রায় ৫০ হাজার মানুষ ।

পিবিএ/আরএম/আরআই

আরও পড়ুন...