জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পিবিএ,জয়পুরহাট: বঙ্গুবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামুল্যে লিগ্যাার এইডে আইনি সেবাদান,এইশ্লোগানে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা জজ আদালত চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয় । র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার আদালত চত্তরে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা ও সাংক্সৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ঙ্গুবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামুল্যে লিগ্যাার এইডে আইনি সেবাদান,এইশ্লোগানে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্নাঢ্য র‌্যালী

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। এসময় জেলা ও দায়রা জজ এমএ রব হাওলাদার এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইকবাল বাহার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ড. মাহমুদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, লিগ্যাল এইড অফিসার সামিউল ইসলাম, সিনিয়র সহকারী জজ ,অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, সাধারন সম্পাদক এ্যাড. শাহানুর রহমান শাহীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম, সোলায়মান আলী, সদও উপজেলা নির্বাহী অফিসার মিল্টনচন্দ্র রায়। আলোচনাসভায় বক্তারা জানান, বর্তমান বিচার কাজ আগের চেয়ে গতিশীল হয়েছে এবং অনেক মানুষ এখন আইনী সহায়তা পাচ্ছে।গরীব ও অসহায় মানুষরা যেন বিনা খরচে আইনগত সহায়তা পায় সেজন্য লিগ্যাল এইডের জন্য একজন বিচারক নিয়োগ দেয়া হয়েছে।

যারা বিনা খরচে আইনগত সহায়তা পাবে তারা হলো শিশু, মানব পাচারের মিকার কোন ব্যাক্তি,শারীরিক ,মানসিক এবং যৌন নির্যাতনের শিকার নারী, ভিজিডি কার্ডধারী দুস্থ: মাতা, অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যাক্ত প্রতিবন্ধিব্যাক্তি, বিনা বিচারে আটক,সহ অনেকে। অনুষ্ঠানে বিচারক, আইনজীবি , সাংবাদিক,ও আদালতের কর্মকর্তা কর্মচারী, সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পিবিএ/বিএস/আরআই

আরও পড়ুন...