পিবিএ,ঢাকা : রাজধানীর দক্ষিণখানে একটি ক্লিনিকে ১৩ বছরের এক শিশু রোগীকে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে সেখানকার পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর ওই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।
এর আগে দুপুরের দিকে পরিবারের লোকজন তাকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিকেলে থানায় গিয়ে ধর্ষণের মামলা করে।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল গনি সাবু বার্তা সংস্থা পিবিএকে বলেন, গতকাল রাতে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। মামলার নম্বর ৫৫। এ মামলার পর পল্লীচিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ওই ছাত্রীকে চিকিৎসার জন্য রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
তবে পল্লীচিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদার ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে ফাঁসানোর জন্য ধর্ষণের মামলা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, মেয়েটির পরিবার উত্তরখান এলাকায় থাকে। গত ২৩ এপ্রিল জ্বর নিয়ে মেয়েটি দক্ষিণখান চালাবন এলাকায় ‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ নামে একটি ক্লিনিকে চিকিৎসা নিতে যায়। সঙ্গে মেয়েটির বাবাও ছিলেন। একপর্যায়ে চিকিৎসক মেয়েটির বাবাকে একটি ওষুধ নিয়ে আসতে বলেন। মেয়েটির বাবা এক-দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর ওই ওষুধ নিয়ে ক্লিনিকে যান। এরপর চিকিৎসা শেষে মেয়েকে বাসায় নিয়ে যান।
মামলায় আরো অভিযোগ করা হয়, গতকাল মেয়েটি পরিবারের কাছে ধর্ষণের কথা প্রকাশ করে। সে জানায়, ওই দিন তার বাবা ক্লিনিকের বাইরে গেলে পল্লীচিকিৎসক হাত-পা বেঁধে এবং ঘুমের ট্যাবলেট খাইয়ে ধর্ষণ করে।
পিবিএ/এমএস