রমজানে ভোগ্যপণ্যের বাজারে অসঙ্গতি দেখলে ছাড় দেয়া হবে না

পিবিএ,চট্টগ্রাম: রমজান শুরুর পর ভোগ্যপণ্যের বাজারে কোনো ধরনের অসঙ্গতি দেখলে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন। রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর আগে রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।

মজান শুরুর পর ভোগ্যপণ্যের বাজারে কোনো ধরনের অসঙ্গতি দেখলে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু

এসময় তিনি বলেন, আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করেছি। রমজানের আগ পর্যন্ত আমরা বাজারে বাজারে বিশেষত পাইকারি বাজারে গিয়ে দ্রব্যমূল্য মনিটরিং করবো। অসঙ্গতি পেলে সতর্ক করা হবে। তিনি বলেন, রমজানের যেসব প্রয়োজনীয় ভোগ্যপণ্য, চাল, ডাল থেকে শুরু করে পেঁয়াজ, রসুন আদার দাম রোজা এলে হঠাৎ করে বেড়ে যায়।

অথচ আমাদের যে যোগান থাকে, দাম বাড়ার কথা না। কিছু অসাধু ব্যবসায়ী রমজান এলেই দাম বাড়ানোর এই প্রচেষ্টা চালায়। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমরা সবাই মিলে কাজ করবো। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা হয় পণ্য। সুতরাং চট্টগ্রামে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে পুরো দেশেই নিয়ন্ত্রণ সম্ভব।

এছাড়া ব্যবসায়ীদের উদ্দেশে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, অযাচিতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। বাজার নিয়ন্ত্রণে আমাদের সহযোগিতা করেন। চাহিদাকে পুঁজি করে দাম বাড়ানোর চেষ্টা যারা চালাবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। রোববার নগরীর রিয়াজউদ্দিন বাজার এবং খাতুনগঞ্জের বিভিন্ন দোকান ও আড়তে গিয়ে পণ্যমূল্য যাচাইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে এই অভিযান।

রিয়াজউদ্দিন বাজারে তিনটি দোকানকে মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা করা হয়েছে। এদের মধ্যে দুটি মুরগীর দোকানকে আড়াই হাজার করে ৫ হাজার টাকা এবং আরেকটি মুদির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পিবিএ/জেএম/আরআই

আরও পড়ুন...