সমাজ উপকৃত হবেনা এমন গল্পে অভিনয় করতে চাইনা

পিবিএ,বিনোদন : অভিনয়ে সেবা করার এক চিত্র ফুটিয়ে মানুষের মনে যায়গা করে নিয়েছেন অভিনেতা রাসেল মিয়া! তিনি বলেন কোন মেসেজ থাকবেনা সমাজ উপকৃত হবেনা এমন কোন গল্পে কখনোই নিজেকে অভিনয়ে জড়াব না ।

ফেসবুক ইউটিউব ফেসবুক পেইজে বহুল আলোচিত ভিডিও চিত্র স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র সংশোধন খ্যাত অভিনেতা রাসেল মিয়া ময়নার ইতিকথা নামে একটি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন! চলচ্চিত্রটির কাহিনী পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী
সংলাপ চিত্রনাট্য ও গীত রচনাঃ আহমেদ ইউসুফ সাবের প্রযোজনা করেছেন লাইফ গোল্ড মিডিয়া,সানাই সাখোয়াত সাগর ইরা সিক্দার সাদেক বাচ্চু শাখা চৌধুরী ওশান জয়ই বুলবুল সহ আরো অনেকে।

চলচ্চিত্রটি নিয়ে রাসেল মিয়া বলেন ময়নার ইতিকথা চলচ্চিত্রের মধ্যে দিয়ে এই প্রথম আমি বড় পর্দায় আসছি আমার বিষন ভালো লাগছে ইতিমধ্যে ময়নার ইতিকথা ছবিটির প্রায় কাজ শেষ হয়ে গিয়েছি আশা করছি সংশোধন এর মতো করে বড় পর্দায়ও দর্শক আমাকে গ্রহন করে নিবেন এবং সংশোধন এর মতো করেই চলচ্চিত্রটি দেশের সার্থে কথা বলবেন,রাসেল মিয়া সকল দর্শক প্রিয়দের সিনেমাহলে গিয়ে ময়নার ইতিকথা দেখার জন্য আমন্ত্রণ করেন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...